জেনে নিন নতুন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথ│New route of Vande Bharat Express

 নতুন ট্রেন ছুটবে হাওড়া থেকে পুরী

new, new train, route, train route, howrah, puri, vande bharat, rail

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হাওড়া- নিউ জলপাইগুড়ি সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের পর আবারও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই নতুন রুটে এই ট্রেনের সফল ট্রায়াল রান শেষ হয়েছে। হাওড়া থেকে পুরী অবধি চলবে এই নতুন সেমি হাই স্পিড ট্রেন। সমস্ত পরিকল্পনা ঠিক মতো চললে চলতি মাস অর্থাৎ মে থেকেই যাত্রা শুরু করবে হাওড়া-পুরী বন্দে ভারত।
নতুন এই ট্রেনের মাধ্যমে নতুন করে আবার একবার জুড়ে যাবে কলকাতা এবং উড়িষ্যা এই সৈকত শহর। হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের মতই হাওড়া-পুরী বন্দে ভারত সকালে হাওড়া থেকে ছেড়ে দুপুরে পুরী পৌঁছোবে এবং আবার বিকেলে পুরী থেকে ছেড়ে রাতের মধ্যেই হাওড়া পৌঁছে যাবে।
ঘন্ঠায় প্রায় ৭৭ থেকে ১৩০ কিলোমিটার গতিবেগে যাত্রাপথের প্রায় ৫০০ কিলোমিটার পেরোতে সময় লাগবে প্রায় সাড়ে ছয় ঘন্টা। মাঝে খড়গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর ও খুরদায় ট্রেন থামবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন