এপ্রিল ফুল
ছবি: প্রতীকী |
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যদি জিজ্ঞেস করা হয় যে, এপ্রিল ফুল কী? সকলেই একবাক্যে জানাবেন, ইংরাজি ক্যালেন্ডারের চতুর্থ মাসের এই প্রথম দিনটি বোকা বানানোর দিন। ছোটবেলা থেকে এমনই জেনে এসেছেন বেশিরভাগ মানুষই। তবে এই বোকা বানানো নিছকই মজা করে। যুগ পাল্টেছে। আগে যেমন সামনাসামনি বোকা বানানোর ব্যবস্থা করা হত, এখন তেমন সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল পদ্ধতিতে এপ্রিল ফুল বানানোর বিভিন্ন ফন্দিফিকির ছড়িয়ে পড়ছে।
তব কেন একটা গোটা দিনকে বোকা বানানোর জন্য বেছে রাখা হল? এই প্রশ্নের পিছনে রহস্য কম নেই। এপ্রিল ফুল পালনের কারণ নিয়ে বেশ কিছু মতামত প্রচলিত আছে। সব থেকে প্রচলিত মতটি হল, ১৯৬৪ সালে যখন ফ্রান্স দেশের ক্যালেন্ডার বদল করে জুলিয়ান থেকে গ্রেগরিয়ান করে তা দেশের অনেকেই মেনে নিতে পারেননি। কারণ পুরোনো মতে বছর শুরু হত এপ্রিল থেকে যা বদলে হয় জানুয়ারী থেকে। পুরোনো পদ্ধতিতে তখনও কেউ কেউ এইসময়েই নববর্ষ পালন করত। দুই দলের ঠাট্টা মজা থেকে এপ্রিল ফুলের সূচনা হয় বলে মনে করা হয়।
অন্য মত বলে প্রাচীন রোমে হিলারিয়া নামের উৎসবে মানুষ অদ্ভুত পোশাক পরে মজা করতেন সেখান থেকে এপ্রিল ফুলের সূচনা। রোমের দেবতা প্লুটোর সঙ্গেও এই দিনের যোগ আছে। এমনকী মিশরের সঙ্গেও এই দিনের যোগের কথা জানা যায়। ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড ও রানী অ্যানের বাগদানের দিন হিসাবে ৩২-এ মার্চের তারিখ ঠিক করে বোকা বানানো হয়। অনেকে মনে করেন এর থেকেই এপ্রিল ফুলের সূচনা।
অনেকে আবার বলেন নেদারল্যান্ডস স্পেনের শাসন থেকে মুক্ত হলে স্প্যানিশদের বোকা বানানোর সময় থেকে এপ্রিল ফুল হত। তবে কারণ যাই হোক, কর্মব্যস্ত জীবন থেকে একটু স্বাদবদল করতে মজা করে বিশ্বজুড়ে পালন হোক এপ্রিল ফুল।
আরও পড়ুনঃ চোখ দেখেই আধার যাচাই! কীভাবে? জেনে নিন