চলতি বছরে কখন সূর্যগ্রহণ! জেনে নিন

এপ্রিল মাসেই প্রথম গ্রহণ

solar, solar eclips, sun, astrological, astrology
ছবি: প্রতীকী

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ গ্রহণ, তা সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ, তাঁর বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ব্যাখা আছে। যদিও জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের বিভিন্ন আলাদা প্রয়োজনীয়তা এবং কারণ রয়েছে। সেই মত অনুযায়ী গ্রহণের সময় রাহু সূর্য ও চন্দ্রকে গ্রাস করে। জেনে নিন যে চলতি বছর ২০২৩ -এর কোন কোন সময়ে সূর্য এবং চন্দ্রগ্রহণ ইত্যাদি হতে চলেছে।
গত বছর ২০২২ -এর মতো এই বছরেও প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে এপ্রিল মাসে। এপ্রিলের ২০ তারিখ বছরের প্রথম সূর্যগ্রহণ হবে বলে পঞ্জিকা মতে জানা যাচ্ছে। এই দিন সকাল ৭টা ৪ মিনিট থেকে দুপুর প্রায় ১২ টা বেজে ২৯ মিনিট অবধি গ্রহণের সময়। যদিও ভারতবর্ষের মানুষ এই গ্রহণ দেখতে পারবেন না। তবে অস্ট্রেলিয়া, দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন স্থান থেকে গ্রহণ দেখা যাবে।
অন্যদিকে এই বছরেই দ্বিতীয় বারের জন্য গ্রহণ দেখা যাবে অক্টোবর মাসে। তারিখ ১৪ই অক্টোবর। এটি হবে আংশিক গ্রহণ। তবে দুঃখের বিষয় ভারতবর্ষ থেকে এই গ্রহণটিও দেখা যাবে না। আফ্রিকা, আমেরিকা, আটলান্টিক ও আন্টার্কটিকা থেকে গ্রহণ চাক্ষুষ করা যাবে। ফলে এই বছর সূর্যগ্রহণ দেখা থেকে বিরত থাকতে হচ্ছে ভারতবর্ষের মানুষকে।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন