শুভ অক্ষয় তৃতীয়া
ছবি: প্রতীকী |
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজ অক্ষয় তৃতীয়া,অর্থাৎ ২৩শে এপ্রিল, ২০২৩-এ। অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে বেশিরভাগ মানুষ লক্ষ্মী-গনেশ পুজো করে পরিবারের সকলের মঙ্গল কামনা করেন। বাড়িতে সর্বদা সুখ, শান্তি, সুস্থতা, অর্থনৈতিক স্থিতি যেন বজায় থাকে তার জন্য প্রার্থনা করেন। এই অক্ষয় তৃতীয়ার শুভ সময়ে সামান্য কিছু বিষয় মাথায় রেখে ভক্তিভরে পুজো করলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায়। যেমন-
১। এই দিন অসহায় মানুষদের যথাসাধ্য চেষ্টা করতে সাহায্য করুন। দানের মাধ্যমে তাঁদের সাহায্য করলে উপকার পাওয়া যায়।
২। এই বিশেষ দিনে সোনা বা রূপো কিনে ঘরে আনলে তা অত্যন্ত শুভ হয়।
৩। অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই যব কিনুন এবং দান করুন। যব দান করলে মা লক্ষ্মীকে তুষ্ট করা সম্ভব।
৪। পরিবারে এবং মূলত দাম্পত্য সম্পর্কে শান্তি আনতে বিষ্ণুর পুজো করা উচিৎ।
৫। লক্ষী-গনেশ পুজো করলে পরিবারে সুখ-শান্তি, ধন সম্পদ বজায় থাকে।
৬। এইদিনে গঙ্গা জলের কলসী দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
৭। মা লক্ষ্মীকে অবশ্যই পায়েসের ভোগ নিবেদন করুন।
আরও পড়ুনঃ চলতি বছরে কখন সূর্যগ্রহণ! জেনে নিন