ছুটির তালিকা দেখে কাজের পরিকল্পনা করুন
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ইংরাজি ক্যালেন্ডার মতে বছরের পঞ্চম মাস হল মে। আজ মে মাসের প্রথম দিন। নতুন মাসের সঙ্গে সঙ্গে নতুন সপ্তাহেরও শুরু। তবে আপনি যদি মনে করেন এই মাসে আপনাকে ব্যাঙ্কের বিভিন্ন ধরনের কাজ সেরে রাখতে হবে তাহলে তা চটপট সেরে রাখুন। কাজের পরিকল্পনা করার আগে মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকায় একবার চোখ বুলিয়ে নিন।
বিভিন্ন কারণ বসত গোটা মে মাস জুড়ে প্রায় ১১ দিন ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। এমনিতে মাসের প্রত্যেক রবিবার এবং সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধই থাকবে। তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু বিশেষ ছুটি। জানা যাচ্ছে মে মাসে সেইসব ছুটির সংখ্যা ৫। সব মিলিয়ে সাম্প্রতিক মাসে বেশ কয়েকদিন ব্যাঙ্ক পরিষেবা পাওয়া যাবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে দেখে নিন ২০২৩-এর মে মাসের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে-
১। ১লা মে, শ্রমিক দিবস, মহারাষ্ট্র দিবস।
২। ৫ই মে, বুদ্ধ পূর্ণিমা।
৩। ৯ই মে, রবীন্দ্র জয়ন্তী।
৪। ১৬ই মে, সিকিম রাজ্য দিবস। (কেবল সিকিম-এ)
৫। ২২শে মে, রানাপ্রতাপ জয়ন্তী। (কেবল হিমাচল প্রদেশে)