ক্রমবর্ধমান তাপমাত্রায় ভরসা এয়ার কন্ডিশনার
ছবি: প্রতীকী |
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ইংরাজি ক্যালেন্ডার বলছে খাতায় কলমে এপ্রিল মাস। তবে তাপমাত্রা ইতিমধ্যে ৪২ থেকে ৪৩-এর গন্ডীতে ওঠানামা করছে। এর ফলে বাড়িতে এয়ার কন্ডিশানিং মেশিন রাখা এখন পরিনত হয়েছে বিলাসিতা থেকে প্রয়োজনীয়তায়। যদিও এসির অতিরিক্ত ব্যবহার নিজের ও পরিবেশ উভয়ের জন্যই খুব একটা সুখকর নয়।
তবে আপাতত ক্রমবর্ধমান তাপমাত্রার তীব্রতা থেকে বাঁচতে এসি-ই ভরসা। এয়ার কন্ডিশনার অবশ্যই একটি দামি জিনিস এবং তাই কেনার আগে সকলেই চান ভালো ভাবে ভেবে চিন্তে, জেনে শুনে সিদ্ধান্ত নিতে। এসি কেনার আগে তাই এইসব বিষয়গুলি মনে রাখতেই হবে।
১। এসি মূলত তিন প্রকার। উইন্ডো এসি, স্প্লিট এসি এবং পোর্টেবল এসি।
২। মূলত যেই ঘরের জন্য এসি কেনা হচ্ছে সেই ঘরের পরিমাপ অনুসারে এসি-র ক্ষমতা বা টন নির্নয় করে এসি কেনা উচিৎ।
৩। সমস্ত বৈদ্যুতিক যন্ত্রকে বিদ্যুৎ সাশ্রয়ক হিসাবে এক থেকে পাঁচ-এর রেটিং-এ ভাগ করা হয়। ৫ স্টার এসি যেমন খুব দ্রুত ঘর ঠান্ডা করে তেমনই বিদ্যুৎের খরচ বাঁচাতেও সাহায্য করে।
৪। নির্দিষ্ট সময় পরে অবশ্যই বিশেষজ্ঞদের সাহায্যে এসি-র সার্ভিসিং করান।