সবচেয়ে সুখী রাজ্যের জায়গা দখল মিজোরামের
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যদিও সুখী হওয়ার সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম হতে পারে, তবু সকলেই অবশেষে সুখী হওয়ার জন্যেই সারাজীবন অতিবাহিত করেন। একটু সুখের মুখ দেখতে মানুষের রোজকার পরিশ্রম। এক্ষেত্রে দেশ বা রাজ্যের সীমানা বেশ ফিকে হয়ে আসে। তবে জানেন কী? ভারতবর্ষের মধ্যেই আছে এমন একটি রাজ্য যেখানকার মানুষেরা ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বেশি সুখী জীবনযাপন করেন।
রাজ্যটি হল মিজোরাম। সম্প্রতি একটি বিশেষ সমীক্ষা থেকে এমন তথ্যই উঠে এসেছে। সমীক্ষার মূলে আছে গুরুগ্রামের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। এখানকার অধ্যাপক রাজেশ কে পিল্লানিয়া মূলত এই গোটা সমীক্ষাটি তদারকি করেছেন দেশ জুড়ে। সেই সমীক্ষার ফল হিসাবে দেখা যাচ্ছে ভারতবর্ষের উত্তর পূর্বের ছোট্ট এই রাজ্যটির মানুষ বর্তমানে সবচেয়ে সুখে থাকেন। যদিও এই সুখী থাকার বিশেষ কিছু কারণও বর্ণণা করে দেওয়া হয়েছে। যেমন-
১। মিজোরাম দেশের দ্বিতীয় রাজ্য যেখানকার সকল মানুষ ১০০ শতাংশ স্বাক্ষর।
২। মিজোরাম রাজ্যে বসবাস করা যুব সম্প্রদায়ের মধ্যে প্রায় সকলেই ভালো কর্মসংস্থান পেয়েছেন।
৩। এখানে যেকোনো ধরনের বাধা কাটিয়ে পড়ুয়ারা পড়াশোনা শেষ করেন।
৪। মিজোরামে লিঙ্গগত ভাবে বিশেষ কোনো বৈষম্য দেখা যায় না।
৫। এছাড়া পারিবারিক, সামাজিক বিষয়, রাজ্যে করোনার প্রভাব, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সমাজকল্যাণ ও ধর্ম ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে মিজোরামকে ভারতবর্ষের সবচেয়ে সুখী রাজ্যের খেতাব দেওয়া হয়েছে।