মাত্র ২১৯ টাকা থেকে শুরু
ছবি: প্রতীকী |
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ জিও ৫জি বাজারে এসেছে বেশ কিছুদিন হয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই তা ব্যবহার করতেও শুরু করে দিয়েছেন। হাই স্পিড জিও ইন্টারনেট ব্যবহার করার ইচ্ছে আছে তবুও কী আপনি অতিরিক্ত খরচের ভয় পাচ্ছেন? জিও এই সমস্যার সমাধান এনেছে। মাত্র অল্প কিছু খরচে রিলায়েন্স জিও আপনার জন্য এনেছে আকর্ষণীয় সব প্ল্যান। দেখে নিন একনজরে।
মাত্র ২১৯ টাকা খরচে জিও-র গ্রাহকরা প্রতিদিন ৩জিবি করে হাই স্পিড ৫জি ইন্টারনেট পাবেন। এই প্ল্যান ১৪ দিনের জন্য বৈধ থাকবে। ফলে গ্রাহকেরা একসঙ্গে মোট ৪২ জিবি ৫জি ডেটা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে গ্রাহকেরা পাবেন অতিরিক্ত আরও ২ জিবি ইন্টারনেট। তার জন্য মোট ৪৪ জিবি ডেটা পাচ্ছেন গ্রাহকেরা।
ইন্টারনেটের সুবিধা ছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস ইত্যাদি থাকবে। এছাড়া এই প্ল্যানের মাধ্যমে গ্রাহকেরা ফ্রী-তে ব্যবহার করতে পারবেন জিও টিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউড। এখনও পর্যন্ত এটিই জিও ৫জি-র সবচেয়ে সস্তা ডেটা প্ল্যান বলে জানিয়েছে ভারতের এই টেলিকম জায়ান্ট কোম্পানি।
আরও পড়ুনঃ মানুষ নয়, চাকরি গেল রোবটের! অবিশ্বাস্য