জাতিসংঘের নিরিখে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ ভারত
ছবি: প্রতীকী |
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ। বহুবছর ধরে এই স্থান দখল করে রেখেছিল চীন। এইবার চীনের থেকে প্রথম স্থান ছিনিয়ে নিল ভারত। অর্থাৎ বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হল ভারতবর্ষ। সম্প্রতি রাষ্ট্রসংঘের জনসংখ্যার তালিকায় এমন বিষয়ই সামনে এসেছে। বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় ১৪২ কোটি ছাড়িয়ে গিয়েছে।
সঠিক ভাবে বলতে গেলে এখন যেখানে চীনের মোট জনসংখ্যা প্রায় ১৪২.৫৭ কোটি, সেখানে ভারত পৌঁছেছে প্রায় ১৪২.৮৬ কোটিতে। ভারতবর্ষে প্রজনন এখন ২.০, যেখানে চীনের ১.২১। যদিও ভারতবর্ষে সরকারি আদমসুমারি করোনার আবহে পিছোতে হয়েছে তাই আদমসুমারির সাম্প্রতিক কোনো তথ্য ভারতের কাছে নেই।
এই ঘটনার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন চীনের এক সন্তান নীতি, করোনা আবহে প্রচুর মানুষের মৃত্যু, যুবদের তুলনায় বৃদ্ধ মানুষের সংখ্যা বেড়ে যাওয়া, চীনের খাদ্য নীতি ইত্যাদি বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ভারতে যুবসম্প্রদায়ের মধ্যে সন্তানধারণ ক্ষমতা যেমন বেড়েছে তেমনই জন্মের পর শিশুমৃত্যু আগের থেকে অনেকটা কম হয়েছে বলে মনে করা হচ্ছে।