তবে মহারাজের বায়োপিকের দায়িত্ব কার হাতে?
ছবি: ইন্সটাগ্রাম |
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি নিজের আগামী ছবিতে ফের পর্দার সামনে আসতে চলেছেন অভিনেতা রনবীর কাপুর। নতুন ছবি তু ঝুটি ম্যায় মক্কর-এর প্রোমোশনের জন্যে কলকাতায় উড়ে এসেছিলেন অভিনেতা। আগের ছবি ব্রহ্মাস্ত্র বেশ সফল হলেও রনবীর অভিনীত শামশেরা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এই অবস্থায় তাঁর আরও এক নতুন ছবি শীঘ্রই সিনেমাহলে আসতে চলেছে।
তবে রনবীরের কলকাতা দর্শন নতুন এক জল্পনা কারণ হয়ে উঠেছে। ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলীর জীবন নিয়ে ছবি তৈরীর কথা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। বেশ চর্চাও চলছে। তবে কিছুতেই পুরো খবর প্রকাশ্যে আসছিল না। বলাউড কিংবা টলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছিল কলকাতার মহারাজকে নাকি পর্দায় ফুটিয়ে তুলবেন রনবীর কাপুর। তবে কলকাতায় আসার পর এমন জল্পনায় জল ঢাললেন অভিনেতা নিজেই।
নিজের ছবির প্রোমোশনে কলকাতায় এসে ইডেন গার্ডেনে প্রাক্তন ভারত অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর সঙ্গে রনবীরের দেখা হয়। দাদার বায়োপিক সম্পর্কিত প্রশ্নে রনবীর বলেন দাদাকে নিয়ে ছবি হলে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কিন্তু এই বিষয়ে কোনো পরিচালকের থেকৃ এখনো কোনো প্রস্তাব পাননি বলে পরিষ্কার জানান অভিনেতা। এই বিষয়ে কথা বলতে গিয়ে রনবীর কেবলই যে নিজের ছবির প্রচারেই কলকাতায় এসেছেন তা স্পষ্ট করেছেন সৌরভ নিজেও। এর সঙ্গে তাঁর বায়োপিকের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন মহারাজ।
আরও পড়ুনঃ ফের শিরোনামে রূপঙ্কর!