বাজারে আসছে নোকিয়ার ৫জি ফোন│New Nokia Maze 5G

 হারানো জায়গা কী ফিরে পাবে নোকিয়া?

new, new mobile, mobile, nokia, technology, technological
ছবি: প্রতীকী।

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ মোবাইল ফোনের দুনিয়ায় এক সময় একাই রাজার মতো রাজত্ব করেছে নোকিয়া (Nokia)। সাধারণ মানুষের কাছে একসময় মোবাইল ফোন এবং নোকিয়া ছিল একটিই কয়েনের দুই পিঠ। তবে সময় বদলেছে। এখন প্রতিযোগিতায় বেশ পিছনের দিকে একসময়ের এই বিশাল কোম্পানি। তবে নিজেদের পায়ের নিচের মাটি শক্ত করতে ক্রমশ চেষ্টা চালিয়ে যাচ্ছে নোকিয়া। সম্প্রতি একাধিক নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন বাজারে আনতে চলেছে নোকিয়া।
নতুন যেইসব মোবাইল ভারতের বাজারে আসার কথা হচ্ছে, সেইগুলির মধ্যে অন্যতম নোকিয়া মেজ্ ৫জি (Nokia Maze 5G)। টেক বিশেষজ্ঞরা বলছেন নোকিয়ার নতুন এই মডেলগুলি টেক্কা দেবে আইফোনকে। বিশেষ কিছু ফিচার সমেত মোবাইলগুলি দুর্ধর্ষ চেহারা নেবে।
দেখা যাক কী কী পাওয়া যাবে নোকিয়ার এই নতুন মডেলে।
১। ৪.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে।
২। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮, জেন ২ প্রসেসর।
৩। অ্যান্ড্রয়েড ১৩ অপারেশন সফটওয়্যার।
৪। ৪কে (4K) রেজোলিউসন।
৫। ট্রিপল রিয়র ক্যামেরা সেটআপে ১০৮ এমপি প্রাইমারি লেন্স এবং সেকেন্ডারি লেন্স যথাক্রমে ৩২ এবং ১৬ এমপি। ফ্রন্ট ক্যামেরা ৪৮ এমপি।
যদিও এই মোবাইল ফোন লঞ্চ বা ফিচার নিয়ে এখনো মুখ খোলেনি নোকিয়া। তবে বিভিন্ন মিডিয়া থেকে পাওয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোন ভারতের বাজারে আসবে। ৩০,০০০ টাকার মধ্যে গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন বলে জানা যাচ্ছে।


0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন