মানুষ নয়, চাকরি গেল রোবটের! অবিশ্বাস্য

 গুগলে এবার রোবটদের চাকরি ছাঁটাই

job, job cancel, robot, employee, employer, goggle, tech tech industry
ছবি: প্রতীকী

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে মন্দার বাজার। এর ফলে দেশের ও বিদেশের বিভিন্ন বড় বড় সংস্থা নিজেদের হাজার হাজার কর্মী ছাঁটাই করে চলেছে অবিরত। সেই খবর বারবার সামনেও এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে এক সঙ্গে চিঠি দিয়ে বহু কর্মীদের এক নিমেষে সরিয়ে ফেলছে বিভিন্ন প্রযুক্তি সংস্থা। কাজ হারা হয়েছেন হাজার হাজার কর্মী। মানুষের চাকরে ছাঁটাইয়ের খবর নতুন কিছু নয়। তবে নতুন ব্যাপার হল রোবটের চাকরি যাওয়ার খবর।
আপনি কিছু ভুল শোনেননি। সত্যি চাকরি খোয়াচ্ছে রোবট।সৌজন্যে গুগল। আসলে গুগলের বিভিন্ন ক্যাফেটেরিয়াগুলির পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব ছিল রোবটের উপর। রোবট দিয়ে পরীক্ষামূলক ভাবে এই কাজ চালাত গুগলের পেরেন্ট কোম্পানি আলফাবেট। এই পরীক্ষামূলক প্রোজেক্টের নাম দেওয়া হয়েছিল এভরিডে রোবটসে।
জানা যাচ্ছে, তবে এই ব্যবস্থা চালু রাখার জন্য যা খরচ তা এতটাই ব্যাপক পরিমানে যে মন্দার বাজারে টাকার যোগান দিতে হিমসিম অবস্থা গুগলের। তাই আলফাবেট নিজে থেকেই এই কাজ বন্ধ করে দিয়েছে। তাই এভরিডে রোবটসের পথ চলাও বন্ধ করে দেওয়া হয়েছে আলফাবেটের তরফে।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন