২৮শে মার্চ, ২০২৩-এ সপ্তমী পুজো
ছবি: প্রতীকী |
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাংলা ক্যালেন্ডার মতে এখন বসন্ত কাল, চৈত্র মাস। চৈত্র নবরাত্রির এই সময়ে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। আশ্বিন মাসের শরৎকালের দুর্গাপুজোর মতোই এই সময়েও সপ্তমী থেকে দশমী অবধি পুজার্চ্চনা চলে। দেবী দুর্গার নয় রূপের পুজো হয় বাসন্তী পুজোয়। বছর শেষের এই বাসন্তী বন্দনা আপনার জীবনে শুভ সময় নিয়ে আসতে পারে।
২০২৩ -এর চৈত্র নবরাত্রি বিশেষ ভাবে শুভ মুহুর্ত তৈরি করবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। চারটি বিশেষ শুভ যোগ রয়েছে এই বছর। জ্যোতিষশাস্ত্র মতে বুধ এবং শুক্র গ্রহ এই বছর রাজগ্রহের আসন পেয়েছে। এটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর ফলে মিথুন, কন্যা, বৃষ ও তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় এসেছে।
শারদোৎসবে দেবী দুর্গার যেমন প্রতি বছর বিশেষ কিছু বাহনে আগমন এবং গমন ঘটে ঠিক তেমনই হয় বাসন্তী পুজোতেও। এই বছরে মায়ের আগমন ঘটেছে নৌকোয়। মনে করা হয় এর ফলে পৃথিবী সবুজ এবং সুজলা সুফলা হয়ে উঠবে। সব মিলিয়ে বসন্ত কিছুটা শুভ সময় নিয়ে এসেছে এই বছর।
আরও পড়ুনঃ নতুন বছরে এইসব ভুল আর নয়!