অডিও অভিধানে জায়গা পেল সাধারণ কথোপকথনে ব্যবহৃত বহু ভারতীয় শব্দ
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কাজ চলছিল বহুদিন ধরে। কেবল ব্রিটেন কিংবা আমেরিকার ইংরাজি ভাষা ছাড়া পৃথিবীর অন্যান্য দেশের ইংরাজি ভাষা নিয়ে বহু গবেষণা চলে আসছে। এবার সেই গবেষণার হাত ধরেই অক্সফোর্ড অভিধানে জুড়তে চলেছে ৮০০-এরও বেশি ভারতীয় শব্দ। আমাদের সাধারণ দৈনন্দিন কথোপকথনে সেই সব শব্দ আমরা ব্যবহার করি।
'বাচ্চা' বা 'বিন্দাস' এছাড়াও আরও অনেক ভারতীয় শব্দ সমেত মোট ৮০০টি শব্দ অভিধানে জায়গা করে নিয়েছে। তবে অক্সফোর্ডের লিখিত অভিধানে নয়, শব্দগুলি যুক্ত হয়েছে অক্সফোর্ডের অডিও অভিধানে। অডিও অভিধানে আসার জন্য এইসব শব্দগুলির সঠিক উচ্চারণ এবং অর্থ দুই নির্ভুল ভাবে জানা সম্ভব হবে। আমেরিকা ও ব্রিটেনের ইংরাজি ছাড়াও বিভিন্ন দেশের আঞ্চলিক ভাষা ও ইংরাজির উন্নতির ক্ষেত্রে এই উদ্যোগ যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।