আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর সম্মান অর্জন
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ স্বাস্থ্যক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনেরিক ওষুধের ক্ষেত্রে এশিয়া বুক অফ রেকর্ডসের বিশেষ সম্মান পেল সিকিমের গ্যাংটকে অবস্থিত সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটি, এসপিইউ (SPU)। এই বিশ্ববিদ্যালয়ের সিকিম প্রফেশনাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, এসপিসিওপিএস (SPCOPS) এই সম্মান পেয়েছে। জেনেরিক ওষুধ সম্পর্কে সচেতনতা বাড়াতে নিজেদের কলেজে একটি ক্ষুদ্রতম মানব ক্যাপসুল তৈরী করে ছাত্রছাত্রীরা।
গত ৯ই ডিসেম্বর, ২০২২-এ নিজেদের ক্যাম্পাসে এই মানব ক্যাপসুল তৈরি হয়। পরে ৩রা জানুয়ারী, ২০২৩-এ একসঙ্গে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস-এর স্বীকৃতি অর্জন করে এসপিইউ। সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির সিকিম প্রফেশনাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর প্রায় ৭০ জন ছাত্রছাত্রী এই কাজে যুক্ত ছিলেন।
একসঙ্গে অসামান্য এই দুই কৃতিত্ব অর্জনের পরে স্বাভাবিক ভাবেই খুশি বিশ্ববিদ্যালয়ের সকলেই। এই স্বীকৃতির জন্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীদের সাদর অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রফেসর রমেশ কুমার রাওয়াত, সিকিম প্রফেশনাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-র অধ্যক্ষ, ডক্টর সুরজ শর্মা সহ আরও অনেকে।