হেনস্থার অভিযোগ আনলেন স্ত্রী
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নিজের স্ত্রীর উপর অত্যাচার। এবার এমনই অভিযোগে অভিযুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার বিনোদ কামলি। বিনোদ কামলি স্ত্রী আন্দ্রিয়া তার সম্পর্কে এমন অভিযোগ এনেছেন। আন্দ্রিয়া জানিয়েছেন মদ্যপ অবস্থায় গার্হস্থ্য হিংসার পরিবেশ তৈরী করেন বিনোদ। সেই সময়েই তাঁকে মারধর, মৌখিক হেনস্থা ও গালাগালি করেছেন প্রাক্তন ক্রিকেটার এমনটাই অভিযোগ স্ত্রী আন্দ্রিয়ার।
অবশ্য বিনোদ কাম্বলি এইভাবে শিরোনামে আসা মোটেও কোনো নতুন বিষয় নয়। বিভিন্ন বিষয়ে বারবার সামনে এসেছে তাঁর নাম। তবে এই প্রথমবার স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগে নাম জড়ালো তাঁর। সম্প্রতি নির্যাতনের শিকার হয়ে মুম্বাই-এর ব্যান্ড্রা থানায় অভিযোগ জানিয়েছেন কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া।
অভিযোগ পেয়েই অবশ্য তদন্তে নেমেছে পুলিশ। সমস্ত অভিযোগ খুঁটিয়ে দেখে তারা ব্যবস্থা নেবে। তবে এখনই বিনোদ কাম্বলির সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যায়ি বলে সূত্রের খবর। প্রাক্তন ক্রিকেটারের তরফে কোনো ব্যক্তব্যও সামনে আসেনি। ৩২৪ ও ৫০৪ ধারায় বিনোদের বিরুদ্ধে অভিযোগ নিয়েছ মুম্বাই পুলিশ।