এই গল্প রুহানিকা ধাওয়ানের
ছবি: ফেসবুক |
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হিন্দি ধারাবাহিকের জগতে এক সময় সাড়া ফেলে দিয়েছিল ইয়ে হে মোহব্বতে। বেশ কয়েক বছর ধরে টানা চলা এই ধারাবাহিক দর্শকদের মনেও আলাদা জায়গা করে নিয়েছে। আচ্ছা আপনি কী এই ধারাবাহিকের একজন নিয়মিত দর্শক ছিলেন? তাহলে নিশ্চই ধারাবাহিকের সব অভিনেতা-অভিনেত্রীদের কথা আপনার মনে থাকবে। বিশেষ চরিত্রে ছোট্ট রুহিকে নিশ্চই ভুলে যাননি?
চরিত্রে ইশিতা আয়ার ও রমন ভাল্লার ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নেওয়া ছোট্ট রুহি এখন ১৫ বছরের তরুণী রুহানিকা। সম্প্রতি আবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সেই একটি আস্ত বাড়ি কিনে ফেলেছেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খুশির খবর শেয়ার করেছেন তিনি।
এত অল্প বয়সে বাড়ির মালিক রুহানিকা অবশ্য সাফল্যের সমস্ত কৃতিত্ব তাঁর মাকে দিয়েছেন। মায়ের টাকা জমানোর পরিকল্পনার উপর বিশ্বাস রাখেন বলে জানান অভিনেত্রী। ভবিষ্যতে অন্য সব স্বপ্ন এইভাবে পূরণ করার আশা রাখছেন পর্দার রুহি। বেশ কয়েক মাস আগে সাঁইবাবা ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন।