নতুন বছরে আসুক সফলতা
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পুরোনো বছরের সব ভালো-খারাপ মুহুর্ত সঙ্গে নিয়েই দোরগোড়ায় হাজির নতুন একটা বছর ২০২৩। বছরের প্রথম থেকে প্রত্যেকটি মানুষই চাইবেন যে তিনি নিজে এবং তাঁর পরিবার, আত্মীয়, বন্ধুরা যাতে ভালো থাকে, সফল হয় এবং সুখী থাকে। তবে নতুন বছরে উন্নতির জন্য কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে। পুরোনো বছরের যাবতীয় ভুলগুলি এই বছরে ভুলেও করবেন না।
১। নিজের ঘরে বা বাড়িতে কোনোভাবেই খারাপ হয়ে যাওয়া ঘড়ি রাখবেন না। বাস্তুমতে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি জীবনের উন্নতির পথে বাধা দেয়।
২। বাড়ি সবসময় পরিষ্কার রাখতে হবে। মাকরসার জাল ধুলো ইত্যাদি বাস্তুমতে বাড়ির পরিবেশ নষ্ট করে।
৩। ভাঙা আয়না ঘরে থাকলে যত দ্রুত সম্ভব তা সরিয়ে ফেলা দরকার।
৪। খারাপ হয়ে যাওয়া আলো যেমন বাল্ব, টিউবলাইট ইত্যাদি ঘরে রাখা উচিৎ না।