মন ভালো রাখার সহজ উপায়
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আপনি কি নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করেন? শরীর ফিট রাখার জন্য আজকাল জিমে বেশ কিছুটা সময় কাটান অনেকেই। স্বাস্থ্য সচেতন মানুষ নিজের শরীরের যত্ন নিয়ে, শরীর ভালো রাখতে মূলত ব্যায়াম করে থাকেন। তবে জানেন কী? নিয়মিত ব্যায়াম করলে শরীর ভালো থাকার সঙ্গে সঙ্গে আপনার মনও সতেজ থাকবে।
ব্যায়াম করলে আমাদের শরীরে মধ্যে এন্ডোর্ফিন নামের এক ধরনের হরমোন নির্গত হয়। এই হরমোন মনের চিন্তা বা মনখারাপ কাটাতে সাহায্য করে। প্রতিদিন অল্প পরিমানে শরীরচর্চা মন মেজাজ সতেজ রাখতে ভীষণ উপকারি। গবেষণা বলে যে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার মুখোমুখি হয়েছেন যে সব মানুষ তাদের ক্ষেত্রে ব্যায়াম বেশিরভাগ ক্ষেত্রে ভালো ফল দিয়েছে।
ব্যায়াম ছাড়া সারাদিনে কিছুক্ষণ মাত্র হাঁটাহাঁটি করলেও মন ভালো হয়। বিশেষ করে সুন্দর প্রাকৃতিক পরিবেশে হাঁটলে তা আরও উপকারি। মন শান্ত রাখতে দিনের ব্যস্ততার মধ্যেও একটু সকালে কিংবা সন্ধ্যেয় অল্প হাঁটাহাঁটি করে দেখতে পারেন।