সন্ধ্যের আকাশে অদ্ভুত আলো
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ঘড়ির কাঁটার হিসেবে সময়টা তখন সন্ধ্যে ৬টার আশেপাশে। শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যে নামে। বাড়ির কিংবা রাস্তাঘাটের আলো জ্বলে উঠেছে আগেই। হঠাৎ আকাশে দেখা গেল অদ্ভুত একরকম আলো। ১৫ই ডিসেম্বর এমনই বিরল ঘটনার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গের আকাশ। রহস্যে ঘেরা সেই আলোর ছবি ক্যামেরাবন্দী করেছেন অসংখ্য মানুষ।
আলো দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়া জুড়ে আলোর উৎস নিয়ে বিভিন্ন মতামত ঘুরতে দেখা যায়। উল্কা, ধূমকেতু নাকি কোনো মহাজাগতিক দৃশ্য, সেই নিয়ে চর্চা শুরু হয়। অনেকে আলোটিকে ইউএফও বলেও দাগিয়ে দেন। এমনিতে আলোটি দেখতে ছিল অনেকটা স্পটলাইটের মতো।
তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে আলোর কারণ হতে পারে অগ্নি ৫। এইদিন সন্ধ্যের সময় বিশেষ পরমানু অস্ত্র বহনকারী ব্যালিস্টিক মিসাইল অগ্নি ৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপন করে প্রতিরক্ষা মন্ত্রক ও ডিআরডিও। অনেকেই মনে করেছেন এই কারণেই আকাশ জুড়ে কিছুক্ষণের জন্য বিশেষ একটি আলোর ছটা দেখা যায়।
আরও পড়ুনঃ রাইডবিহীন মিলেনিয়াম পার্ক