এবার গ্রে ও গোল্ডেন টিক টুইটারে!│New grey and golden tick

 মাস্ক যুগে টুইটারের রদবদল অব্যাহত

twitter, blue tick, elon mask, new rules, new colour, grey tick, golden tick, two colour

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শুরুটা হয়েছিল এলন মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে। এরপর লাগাতার খবরের শিরোনামে থেকেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। কখনো ব্লু টিক পদ্ধতি তুলে দেওয়া, কখনো আবার অ্যাকাউন্ট সাবস্ক্রিপশন পদ্ধতি নিয়ে একাধিক নতুন নিয়ম। সব মিলিয়ে গত বেশ কয়েকদিন ধরে টুইটার সরগরম। এবার টুইটারে শুধুমাত্র ব্লু টিক ছাড়া আরও নতুন দুই রঙ আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। 
এখন টুইটার যে ব্লু টিক পদ্ধতিতে চলে সেটি থাকবে। কিন্তু এর সঙ্গে নতুন করে আরও দুই রঙিন টিক টুইটার জুড়ে আসতে চলেছে। জানা যাচ্ছে, গ্রে অর্থাৎ ধূসর এবং গোল্ডেন অর্থাৎ সোনালী রঙের টিক থাকবে। মোট এই তিন রঙের টিক পাওয়া যাবে টুইটারে।
কারণ হিসেবে বলা হয়েছে, ব্লুটিক থাকবে সাধারণ মানুষদের জন্য। তবে তার জন্য অ্যাকাউন্ট নব্বই দিনের পুরোনো হতে হবে। কোনো সরকারি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে ধূসর রঙের টিক হবে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে থাকবে সোনালী রঙ।

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন