বিশ্বকাপেও দীপিকা ম্যাজিক!│Deepika Padukone in world cup

 ইতিমধ্যে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেত্রী

world cup, football, quatar, bollywood, bollywood actress, deepika, deepika padukone, trophy, world cup trophy
ছবি: ফেসবুক

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিককালে সাধারণ মানুষের মধ্যে বিশ্বকাপ ফুটবল নিয়ে উন্মাধনা তুঙ্গে। নিজের পছন্দের টিম এবং দেশের খেলা দেখতে টিভি কিংবা অনলাইন প্ল্যাটফর্মে নজর রাখছেন সকলেই। ভারতীয় ক্রীড়া জগৎের সঙ্গে বলিউডের সুসম্পর্ক কোনো নতুন বিষয় নয়। তবে এবার বলিউডের নাম জুড়ল বিশ্ব ফুটবলের সঙ্গেও। সৌজন্যে দীপিকা পাডুকোন।
রনভীর সিং-এর আগামী ছবি সার্কাসের ট্রেলারে সম্প্রতি দীপিকাকে দেখেছেন তাঁর ভক্তকূল। তাঁর নিজের ছবি পাঠানও আসছে খুব শীঘ্রই। এই সবকিছুর মধ্যে বলিউডে নতুন ইতিহাস লিখলেন অভিনেত্রী। আপাতত তাঁর গন্তব্য কাতার। না, তবে কোনো ছবির শ্যুটিং-এ নয়।
কাতারের মাটিতে হওয়া ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ ফাইনালের ট্রফি উন্মোচন করবেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। তিনি কাতারের উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছেন। এইভাবেই নিজের নামে আরও একটি বিশেষ সম্মান জুড়লেন বলিউডের দীপ। প্রসঙ্গত উল্লেখ্য, গত আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবেও বিশেষ নজর কেড়েছিলেন নায়িকা।



0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন