এবার আধার থাকলেই ফোন পে

 ডেবিট কার্ড দিয়ে ইউ পি আই করার দিন শেষ

phone pay, new rule, upi, adhaar card, debit card, money transfer, online transaction

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হাতে ক্যাশ না রেখে অনলাইন লেনদেনে ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছে মানুষ। অনলাইনে টাকার আদানপ্রদানই এখন বর্তমান এবং ভবিষ্যতের সঙ্গী। এই সময়ে দাঁড়িয়ে যখন ইউপিএই পদ্ধতিতে মানুষ বেশি ভরসা রাখতে শুরু করেছেন, ঠিক তখনই ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হাঁটল ফোন পে। শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করে দেশবাসীর জন্য ফোন পে ব্যবহারের সুবিধা আনতে চলেছে এই কোম্পানি।
আধার কার্ডের মাধ্যমে আসা ওটিপি ব্যবহার করে উইপিআই ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। এর আগে ইউপিআই ব্যবহার করার জন্য ডেবিট কার্ড থাকা জরুরি ছিল। এবার আধার কার্ডের মাধ্যমে অনলাইন লেনদেনে বিশেষ সুবিধা পাবেন ভারতবাসী।
ডেবিট কার্ড বানানো বা ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষের অনেক সময় অনীহা দেখা যায়। সেক্ষেত্রে অনলাইনে টাকা পয়সার আদানপ্রদানেও সমস্যা তৈরি হয়। আধার কার্ড ভারতবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। তাই আধারের মাধ্যমে ফোন পে-র সুবিধা পেলে ব্যবহারকারীরা উপকৃত হবেন।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন