ইলেকট্রিকের খরচা বাঁচান এই উপায়ে

 কয়েকটি বিষয় মনে রাখলে আপনিও আপনার ইলেকট্রিকের খরচা বাঁচাতে পারবেন

save electric, savings, save, electricity, tips, tips and tricks,

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক সময়ে মূল্যবৃদ্ধি প্রায় আকাশ ছুঁয়েছে। তাই প্রতিটা পরিবারের সংসার চালাতেও আগের থেকে অনেক বেশি খরচ করতে হচ্ছে। প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে। মূল্যবৃদ্ধির এই সময়ে সঠিক ভাবে সংসার চালানো মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে চলে যাচ্ছে। বাড়িতে প্রচুর পরিমানে ইলেকট্রিক বা কারেন্টের বিল আসছে।  তবে আপনি জানেন কী? বিশেষ কয়েকটি নিয়ম মেনে চললেই আপনি আপনার বাড়ির ইলেকট্রিকের খরচ কিছুটা কমে যেতে পারে।

১। বাড়িতে ঘরের আলো সঠিক ভাবে বাছতে হবে। লেখালেখি বা পড়াশোনা করার ঘরে জোরালো আলো ব্যবহার করলেও অন্য ঘরগুলিতে কম পাওয়ারের আলো ব্যবহার করা যেতে পারে।

২। কেউ না থাকলে অবশ্যই ঘরের আলো পাখা বন্ধ করতে হবে।

৩। প্রতিটি ঘরেই এলইডি বাল্ব লাগালে সুবিধা হয়। এতে ইলেকট্রিক খরচ কমে যায়।

৪। একেবারে গরম খাবার ফ্রিজে না রেখে কিছুটা ঠান্ডা করে ফ্রিজে রাখলে সুবিধা হয়।

৫। বারবার এয়ার কন্ডিশন চালু বন্ধ করা উচিৎ নয়। 




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন