নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যে গল্পটা আজ শেষ হল, সেই গল্পটার শুরু ২০১৬ থেকে। অস্থিমজ্জায় ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। রাজধানী দিল্লীতে চিকিৎসা শুরু হয় তাঁর। চিকিৎসায় সাড়া দিয়ে মারন রোগকে হারিয়ে জেতে ফেরেন অভিনেত্রী। কিন্তু অদৃষ্ট তাঁর জীবনের গল্প বোধহয় একটু অন্যরকম করেই লিখেছিলেন। ২০২১ এ দ্বিতীয় বারের জন্য ক্যান্সারে আক্রান্ত হন ঐন্দ্রিলা।লড়াই করে আবার সেখান থেকে মূল স্রোতে ফিরেছিলেন ফাইটার ঐন্দ্রিলা। এরপর বেশ কিছুদিন ভালো থাকার পরে চলতি বছরের ১লা নভেম্বর থেকে গুরুতর অসুস্থ হয়ে পরেন অভিনেত্রী। মস্তিষ্কের রক্তক্ষরণের মতো সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেও দিনের পর দিন তাঁর বিভিন্ন রকম শারীরিক জটিলতা বাড়তে থাকে।
হাওড়ার বেসরকারি হাসপাতালে ২০ দিনের মরনপণ লড়াই করে অবশেষে থামতে হল তাঁকে। শয্যাশায়ী অবস্থাতেও অনিয়মিত রক্তচাপ, হার্ট অ্যাটাক ইত্যাদি একাধিক ধাক্কা সামলাতে থাকেন অভিনেত্রী। কিন্তু শেষরক্ষা হল না। না ফেরার দেশে পা রাখতে হল জীবন জ্যোতি, জিওন কাঠির নায়িকাকে। মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুর কোলে ঢোলে পরলেন ঐন্দ্রিলা শর্মা। তাঁর জীবনের লড়াইয়ে সবসময়ের সঙ্গী হয়েছিলেন তাঁর বন্ধু এবং প্রেমিক সব্যসাচী চৌধুরী।
আরও পড়ুনঃ প্রয়াত কৃষ্ণা