অনলাইনে জামা- জুতোর রমরমা বলছে সমীক্ষা
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ অনলাইন কেনাকাটার হাজারো অ্যাপে নিত্যদিনের ঘোরাফেরা। একুশ শতকে দাঁড়িয়ে এমন দৃশ্য নতুন কিছু নয়। দোকানে দোকানে ঘোরার থেকে অনলাইন শপিং এই বেশি অভ্যস্ত নতুন জেনারেশন। আবার এমন অনেক বয়স্ক মানুষ রয়েছেন যাঁদের শারীরিক অক্ষমতার জন্য তাঁরা বাইরে বেরোতে পারেন না। তাঁদের ক্ষেত্রেও অনলাইন শপিং অ্যাপগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। করোনা এবং তার পরবর্তী সময়ে কম বেশি প্রায় সব মানুষেরই অনলাইন কেনাকাটার উপর নির্ভরতা আরও বেড়েছে।
সম্প্রতি অনলাইন কেনাকাটায় মানুষ কোন জিনিস বেশি কেনেন কোন জিনিস কম সেই বিষয়ে একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষায় থেকে জানা যাচ্ছে যে, অনলাইন শপিং অ্যাপগুলি থেকে বেশিরভাগ মানুষ জামা কাপড়, জুতো ইত্যাদি কিনতে বেশি আগ্রহী। এদের সংখ্যার মোট সংখ্যার প্রায় ৭৮ শতাংশ। অন্যদিকে প্রায় ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন যে তাঁরা দৈনন্দিন মুদির দোকানের জিনিস অনলাইনে কেনেন।
শুধু বাড়ি বসে কেনাকাটার সুবিধা ছাড়াও অনেকে অনলাইন কেনাকাটায় বিশেষ ছাড়ও পান। এই সমস্ত বিষয় নিয়ে ভারতীয়দের উপর এই বিশেষ সমীক্ষার আয়োজন করে একটি আন্তর্জাতিক সংস্থা। তারা মূলত ব্যাঙ্কিং এবং ব্যবসায়িক ক্ষেত্রে পেমেন্টের পরিষেবা দেয়। তবে জানা গিয়েছে অ্যাপভিত্তিক পেমেন্ট কিংবা ব্যাঙ্কিং সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভারতীয় ব্যবহারকারীদের সংখ্যা এখনও তুলনামূলকভাবে অনেক কম।