আদালতে বিগ বি! কেন?

 অনুমতি ছাড়া অমিতাভ বচ্চনের ছবি এবং কন্ঠস্বর ব্যবহার

amitabh bachan, big b, bollywood, bollywood news, bollywood actor, court, delhi high court, court order
ছবি: ফেসবুক

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ২৫শে নভেম্বর, শুক্রবার। হঠাৎই দিল্লী হাইকোর্টে উপস্থিত হলেন স্বয়ং বলিউডের বিগ বি। কিন্তু  কেন? কী এমন হল যার ফলে নিজে আদালতের দরজায় কড়া নাড়তে হল শাহেনশা কে? আসল কারণ ছিল অভিনেতার ব্যক্তিগত বৈশিষ্ট্য সংক্রান্ত বিষয়। আসলে গত বেশ কিছু সময় ধরে স্বয়ং অমিতাভ বচ্চনের মুখ, ছবি এমনকী গলার আওয়াজও বিভিন্ন ব্যবসায়িক লাভের স্বার্থে ব্যবহার করা হচ্ছিল।
এই পুরো ব্যাপারটি ঘটছিল অভিনেতার অনুমতি ছাড়া। অর্থাৎ বলিউডের শাহেনশার অজান্তেই বিভিন্ন অসাধু ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাঁর নিজের ছবি, কন্ঠস্বর ইত্যাদি। এমনকী তাঁর গলার আওয়াজ ব্যবহার করে লটারীর ব্যবসাও চালানো হয় বলে আদালতে অভিযোগ করেন অমিতাভ। সেই সংক্রান্ত বিষয়ের জন্যেই দিল্লী আদালতে আসতে হয় তাঁকে।
ভবিষ্যতে এই বিষয়ক যেকোনো ধরনের খারাপ, আপত্তিজনক ও অপ্রীতিকর ঘটনা থেকে সাবধান হতেই বিগ বি এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। দিল্লী হাইকোর্টে অভিনেতার হয়ে তিনজন আইনজীবী উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত তাঁর পক্ষেই রায় দিয়েছেন মহামান্য আদালত। অভিনেতার অনুমতি ছাড়া অন্য কোথাও তাঁর ছবি এবং কন্ঠস্বর ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দেয় দিল্লী হাইকোর্ট। 



আরও পড়ুনঃ থামল ফাইট!

0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন