আবার হলিউডে আলি ফজল!

 আফগান ড্রিমার্স ছবিতে অভিনয় করবেন ভারতীয় অভিনেতা

film, hollywood, hollywood industry, actor, film actor, bollywood, bollywood actor, ali fazal

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ভারতীয় হিন্দি ছবির অভিনেতাদের হলিউডে অভিনয় নতুন কিছু নয়। সেই তালিকায় ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন বিখ্যাত বলিউড অভিনেতা আলি ফজল। বেশ কয়েকটি আন্তর্জাতিক ছবিতে কাজ করেছেন তিনি। আবার হলিউডের নতুন একটি ছবিতে কাজ করবেন অভিনেতা। আফগান ড্রিমার্স নামের এই ছবিটি হলিউডে অভিনীত তাঁর পঞ্চম ছবি।
এর আগে ফিউরিয়াস সেভেন, ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল, ডেথ অন দ্য নাইল এবং কান্দাহার নামের চারটি বিদেশি ছবিতে অভিনেতা আলি ফজল অভিনয় করেছেন। তবে নতুন ছবি আফগান ড্রিমার্সে আলি বিশেষ কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। এইভাবে একের পর এক ছবিতে অভিনয় করে হলিউডে নিজের জায়গা বানিয়ে নিচ্ছেন অভিনেতা।





0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন