চার মহাদেশ পেরিয়ে খাবার ডেলিভারি!

খাবার পৌঁছতে ৩০ হাজার কিলোমিটার পাড়ি দিলেন মহিলা

food, food delivery, travel, singapore, antarctica, delivery girl
ছবি: ইন্সটাগ্রাম


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আমাদের আশেপাশে যারা বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে দেওয়ার কাজ করেন, তাদেরকে পেশার খাতিরে অনেক সময় অনেকটা দূরত্ব পেরোতে হয়।তবে দূরত্বের সব সংজ্ঞা মুছে ফেলে নতুন করে লিখলেন এক মহিলা। নাম মানাসা গোপালা। পেশায় তিনি খাবার ডেলিভারি করেন। সেই কাজ করতে গিয়ে সম্প্রতি সিঙ্গাপুর থেকে আন্টার্কটিকা পাড়ি দিয়েছিলেন তিনি।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই অসম্ভবকে সম্ভব করেছেপ মানাসা। চারটি মহাদেশ পেরিয়ে প্রায় ৩০ হাজার কিলোমিটার দূরত্ব পেরিয়ে আন্টার্কটিকা পৌঁছে রেকর্ড তৈরি করলেন এই মহিলা। এই ভাবে সিঙ্গাপুরের খাবার পেয়ে খুশি আন্টার্কটিকায় মানাসার গ্রাহকও।
নিজের যাত্রাপথের পুরো ভিডিও নিজের ইন্সট্রাগ্রামে শেয়ার করেছেন মানাসা। সিঙ্গাপুর থেকে হামবার্গ, বুয়েনস আইরস, উশুআইয়া ইত্যাদি পেরিয়ে নিজের গন্তব্য পৌঁছে বিশ্ব রেকর্ড করলেন মানাসা। জমানো কিছু টাকা এবং স্পন্সারের সাহায্য এই বিশাল পথ পেরিয়েছেন তিনি। 




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন