তেলেগু বিনোদন জগতকে কাঁদালেন অভিনেতা
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ তেলেগু সিনেমা এবং বিনোদন জগতে তিনি একজন বিখ্যাত পরিচিত মুখ। প্রিয়জনদের কাঁদিয়ে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন সকলের প্রিয় অভিনেতা। তিনি বিখ্যাত অভিনেতা কৃষ্ণা। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বিখ্যাত অভিনেতা হওয়ার সঙ্গেই তাঁর আরও একটি বিশেষ পরিচয় আছে। তিনি তেলেগু জগতের বিখ্যাত সুপারস্টার মহেশবাবুর বাবা। অভিনেতার আচমকা প্রয়ানে শোকাহত তাঁর পরিবার এবং সহকর্মীরা।
পছন্দের সুপারস্টারকে হঠাৎ হারিয়ে ভেঙে পড়েছে তেলেগু বিনোদন জগত। ৭৯ বছর বয়সে অভিনেতা প্রয়াত হলেন। কয়েকশো ছবিতে অভিনয় করে তেলেগু বিনোদনে সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপকের তালিকার প্রথম দিকে নাম তুলেছিলেন অভিনেতা কৃষ্ণা।
আরও পড়ুনঃ আবার হলিউডে আলি ফজল!