সাত মাস ধরে অজ্ঞান মা, জন্ম হল সুস্থ সন্তানের

 বিরল এই ঘটনা দিল্লীর এইমসে

offbeat news, senseless mother, child, new born, delhi aims

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ একজন গর্ভধারিণী মা একজন সুস্থ বাচ্চার জন্ম দিয়েছে। পৃথিবীর যেকোনো হাসপাতাল বা নার্সিংহোমে এটি অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। তবে মূলত এই একই কারণে আপাতত শিরোনামে রয়েছে দিল্লী এইমস। কিন্তু কেন? কারণ এক্ষেত্রে মা বিশেষ স্বাভাবিক ছিল না। প্রায় সাত মাস ধরে তিনি অজ্ঞান অবস্থায় হাসপাতালের বিছানায় পড়ে আছেন।
অন্তঃসত্তা মহিলাটি এই বছরই একটি বাইক দুর্ঘটনার শিকার হন। তিনি এবং তাঁর স্বামী বিনা হেলমেটে ছিলেন। এরপর থেকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি মহিলা। যখন তিনি হাসপাতালে ভর্তি হন তখন তিনি ছয় সপ্তাহের গর্ভবতী ছিলেন। তবে তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়নি।
এইরকম অবস্থায় মহিলার গর্ভপাত করা যায় কিনা সেই নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছিল। তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় মহিলার গর্ভস্থ ভ্রূণ স্বাভাবিক রয়েছে। ফলে নরমাল ডেলিভারিতেই জন্মগ্রহণ করে মহিলার কন্যা সন্তান। এই অবস্থায় স্বাভাবিক ভাবেই খুশি হাসপাতাল কর্তৃপক্ষ। 




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন