'কোজাগরী লক্ষ্মীপুজো', জানেন কী কেন কোজাগরী?

 দুর্গাপুজো শেষে পূর্ণিমায় বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো করা হয়

lakhsmi, lord lakhsmi, lakhsmi puja, hindu, hindu goddess

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুজো শেষে শরৎ কালের আশ্বিন মাসের শেষের দিকে পূর্ণিমা তিথিতে বাংলার প্রতিটি ঘরে মা লক্ষ্মীকে আবাহন করা হয়। এই দিনের পুজোকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষী ঠাকুরের সুন্দর প্রতিমা বসিয়ে নিষ্ঠা ভরে নিয়ম মেনে তাঁর পুজো করা হয়। মনে করা হয়, মা লক্ষ্মীর কৃপায় ঘরে ও পরিবারে সুখ, শান্তি বিরাজ করে। মা লক্ষ্মী তুষ্ট হলে পরিবারে অর্থনৈতিক স্থিতি ভালো হয়।
প্রতিমা ছাড়াও পটচিত্র, ঘট কিংবা মা লক্ষ্মীর চিহ্ন হিসাবে আরও অনেক কিছুকে উদ্দেশ্য করে মায়ের পুজো করা হয়। তবে আসল কথা হল এই কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়, এতে কোজাগরী শব্দের মানে কী? আসলে কোজাগরী শব্দটি এসেছে কো জাগতী থেকে। কো জাগতী মানে হল 'কে জেগে আছো?' বলা হয় এই পুজোর দিনে ধনদেবী মর্তে এসে সকলের বাড়িতে এসে আশীর্বাদ করেন।
তবে দরজা বন্ধ থাকলে তিনি সেই বাড়িতে প্রবেশ না করে ফিরে যান। এই পুজোয় রাত জেগে পুজো করার নিয়ম আছে। এই দিন বাড়ির দরজা বন্ধ রেখে ঘুমোতে নেই। তাই মা লক্ষ্মী দেখেন যে কে কে আসলে জেগে থেকে তাঁর পুজো করছে। এই প্রচলিত কাহিনী থেকেই এই পুজোকে কোজাগরী লক্ষ্মী পুজো বলে অভিহিত করা হয়।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন