ধনতেরসে কেন ঝাড়ু কেনা হয় জানেন?

 সৌভাগ্য ফেরাতে কালীপুজোর আগে ধনতেরসের দিন ঝাড়ু কেনার চল আছে

dhanteras, kali puja, hindu, hindu goddess, india, diwali

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালিদের কালীপুজো বা ভুতচতুর্দশীর আগে ধনতেরাস বলে একটি নিয়ম পালন করা হয়। মূলত উত্তর ভারতীয় সংস্কৃতি হলেও বর্তমানে গোটা দেশ ধনতেরাস পালন করে। এই দিন সোনা, রূপো ইত্যাদি কিনে বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে জানেন কী? দামী ধাতু ছাড়াও এইদিন ঝাড়ু বা ঝাঁটা কেনারও প্রচলন রয়েছে।
মূলত আশ্বিন মাসের ত্রয়োদশী তিথিতে অর্থাৎ কালীপুজোর দুই দিন আগে ধনতেরাস হয়। বিশেষজ্ঞরা মনে করেন, ধন্বন্তরি ত্রয়োদশী থেকে কথাটি ধনতেরাস কথাটি এসেছে। হিন্দু ধর্ম অনুসারে এইদিনে মা লক্ষ্মী দেবতা বিষ্ণুর থেকে বিশেষ শক্তি লাভ করেন এবং সেই শক্তি গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দেন। সোনা, রুপোর গয়না ছাড়াও রুপো বা কাঁসা পিতলের বাসনও কেনা হয়।
এইদিন ঝাঁটা কেনার চল রয়েছে। ঝাঁটা দিয়ে পরিবারের দুর্ভাগ্য, দারিদ্র্যতা দূর করে দেওয়া হয় বলে মনে করা হয়। এছাড়া মা লক্ষ্মী অপরিষ্কার জায়গা পছন্দ করেন না। ঝাড়ু দিয়ে ময়লা বের করে দিয়ে মা লক্ষ্মীকে ঘরে স্থান দেওয়া হয়।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন