মা কালীর সঙ্গে কেন পূজিত হন ডাকিনি যোগিনী?

 শ্যামা বা কালী মায়ের মূর্তির দুই পাশে থাকেন ডাকিনি ও যোগিনী

puja, kali puja, hindu, hindu goddess, india, diwali

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে হিন্দুরা শ্যামা বা মা কালীর পুজো করেন। দেশজুড়ে এই সময় আলোর উৎসব পালন করা হয়। দীপাবলি বা দিওয়ালী পালন করে দেশের প্রতিটি পরিবার। কালীপুজোর দুই দিন আগে থেকেই অনুষ্ঠান পর্ব শুরু হয়ে যায়। ধনতেরাসের দিন সোনা বা রুপো কিনে সৌভাগ্য বাড়িতে আনা হয়। আবার পরের দিন অর্থাৎ ভুত চতুর্দশীর দিনে ১৪ প্রদীপ জ্বালানোর বা ১৪ শাক খাওয়ার রীতি আছে।
বাঙালিদের কালীপুজোয় শ্যামা বা কালী মায়ের মূর্তির দুপাশে দুজন প্রেতের মুর্তি রেখে পুজো করার চল আছে। তাদের ভয়াল রূপ দেখে ছোটরা অনেক সময় ভয়ও পায়। তবে জানেন কী কেন মা কালীর মুর্তির পাশে ওদেরও পুজো করা হয়? তা জানতে হলে আমাদের কালী পুজোর আগের দিন অর্থাৎ ভুত চতুর্দশীর দিনের বিষয়ে জানতে হবে।
ভুত চতুর্দশীর দিনে মনে করা হয় নরক থেকে ভুত, প্রেত এবং অতৃপ্ত আত্মারা পৃথিবীতে নেমে আসে। তাঁদের শান্ত করার জন্যই এইদিন ১৪ শাক খাওয়া এবং বাড়িতে ১৪টি ঘিয়ের প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। সেই প্রেতলোকের জীবদের শান্ত করার জন্যই দুই প্রেতিনী ডাকিনি এবং যোগিনীকে মা কালীর সঙ্গে পুজো করা হয় বলে মনে করা হয়। 




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন