আশ্বিন মাসে এই বিষয়গুলি অবশ্যই মনে রাখুন

 উৎসবে মোড়া আশ্বিন মাস কাটান নিরাপদে

astrology, astrological, bengali month, festivals, aswin

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাংলা ক্যালেন্ডারে আশ্বিন মাস মানেই আনন্দের সময়। এই সময় উৎসবে মেতে ওঠে গোটা রাজ্য তথা দেশ। সারা বছরের একঘেয়ে রুটিন ছেড়ে কয়েকটা দিনের উচ্ছাস নিয়ে আসে বছরের এই সময়টা। তবে এই উৎসবের সময়ে, আশ্বিন মাসে কিছু কিছু বিষয় মনে রাখা উচিৎ। তাহলেই আপনার দিনগুলি আরও সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে।
বাংলা বছরের ষষ্ঠ মাস হল আশ্বিন। এই সময়ে সূর্যের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। অন্যদিকে শনি তার ক্ষমতা বাড়াতে থাকে। তাই এই সময়ে কিছু বিষয় মাথায় রাখা ভীষণ জরুরি।

১। এই আশ্বিন মাসে দুধ বা দুগ্ধজাত খাবার না খাওয়াই ভালো।

২। করলা, উচ্ছে ইত্যাদি তেতো জিনিসও এড়িয়ে চলা উচিৎ।

৩। এই সময়ে বাইরের প্রখর রোদে ঘুরে বেড়ানো একদম উচিৎ নয়।

৪। স্নানের সময় হালকা গরম জল ব্যবহার করুন।

৫। সূর্য উপাসনার সবচেয়ে সুন্দর সময় হল আশ্বিন মাস।

৬। সংক্রামক রোগ থেকে বাঁচতে সতর্ক হতে হবে।

৭। পিতৃপক্ষে পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেবীপক্ষে নিষ্ঠাভরে মায়ের আবাহন করতে হয়।

৮। আশ্বিন মাসে বাড়িতে গাছ লাগালে শুভ হয়।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন