পুজোর পূর্ণ ফল পাবেন আপনিও
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কার্তিক মাসের চতুর্থী তিথিতে ছট পুজো করা হয়। এইদিন নিষ্ঠা ভরে মা ষষ্ঠী এবং সূর্যদেবের পুজোর আয়োজন করা হয়। প্রায় ৩৬ ঘন্টা উপোস করে পুজো করেন ভক্তরা। ছট পুজোয় চতুর্থী তিথির প্রথম দিন অর্ঘ্য, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন অস্তগামী সূর্য এবং চতুর্থ দিনে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। পুরুষ এবং মহিলারা সকলে সন্তানদের মঙ্গল কামনায় উপোস করে পুজো করেন। এই ছট পুজোয় বিশেষ কিছু কিছু নিয়ম মেনে চলা উচিৎ।
১। ছট পুজোয় কিন্তু কেবল মাত্র প্রাকৃতিকভাবে তৈরি জিনিস ব্যবহার করা হয়। ঘিয়ের প্রসাদ এবং ফল থাকে। পুজোর জন্য বাঁশের ঝুড়ি নিতে হয়। অন্য কোনো জিনিস বা স্টিল, প্লাস্টিক ইত্যাদি কিছু ব্যবহার করা যায় না।
২। ছট পুজোর প্রসাদ তৈরি করার ক্ষেত্রে নতুন উনুন বা গ্যাস ব্যবহার করা উচিৎ। দৈনন্দিন ব্যবহারের গ্যাস বা উনুন ব্যবহার না করাই ভালো।
৩। ছটের প্রসাদ তৈরি করার সময় বিশেষ করে যত্ন নিতে হয়।
৪। পুজোর সময় ঘরে কোনো নোংরা যেন না থাকে তা দেখতে হবে।
৫। ছটপুজোয় যাঁরা উপোস করেন তাঁদের বিছানায় শোয়া একেবারেই নিষিদ্ধ। মাটিতে মাদুর বা কম্বল ইত্যাদি বিছিয়ে শুতে হয়।
৬। নতুন পোশাক পরে ছট পুজো পালন করতে হয়।