শরীর সুস্থ রাখতেও মেনে চলুন বাস্তু

 বাস্তু নিয়ম অনুসারে কাজ করলে শারীরিক সুস্থতাও লাভ করা যায়

vastu, vastu tips, healthcare, astrology, astrological

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ প্রতিদিন ভালোভাবে বাঁচার জন্য এবং জীবনে সফলতা লাভ করার জন্য শরীর ও মন সুস্থ রাখা অত্যন্ত জরুরী। কোনো কারণবসত এই দুই জিনিস অর্থাৎ মন এবং শরীরে কোনো সমস্যা তৈরী হলে তা উন্নতির পথে বাধা সৃষ্টি করে। তবে জানেন কী? সবসময় শরীর ও মন সুস্থ রাখার উপায় হিসাবে শাস্ত্রে কিছু বিষয়ের উল্লেখ আছে। সেই নিয়মগুলি মেনে চললে পরিবারের মঙ্গল হয় এবং সকলে সুস্থ থাকে। বাস্তু নিয়ম ঠিক করে না মানার ফলে তার নেতিবাচক প্রভাব পরিবারের সদশ্যদের উপর পড়ে। জেনে নিন বিশেষ কিছু বাস্তু রীতি।

১। বাড়ির শোবার ঘরে নেতিবাচক প্রভাব দূর করতে পুরোনো, ব্যবহারের অযোগ্য, অপরিষ্কার, অপ্রয়োজনীয় জিনিস ঘরে রাখা একেবারেই উচিৎ নয়।

২। শয়নকক্ষে কোনো দেবতার ছবি লাগিয়ে রাখা ঠিক নয়

৩। বিছানার সামনে বা আশেপাশে আয়না রাখা উচিৎ নয়।

৪। দেখতে হবে যাতে বাড়িতে শোবার ঘরে যথেষ্ট পরিমানে আলো, হাওয়া বাতাস ঢুকতে পারে।

৫। বাড়ির প্রধান দরজার সামনে কোনো গর্ত রাখা ঠিক নয়।

৬। পূর্ব ও উত্তর দিকে মুখ করে সবসময় খাবার খাওয়া উচিৎ। এতে হজম ভালো হয়।

৭। বাড়ির মুখে কোনো বড়ো গাছ থাকলে তার ছায়া বাড়িতে পড়লে তা অমঙ্গলের লক্ষণ।

৮। প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে রাখলে শুভ হয়।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন