ভিড় এড়িয়ে শান্ত জায়গার খোঁজে বেড়িয়ে পড়ুন
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ভারকালা নামক স্থানটি কেরালা রাজ্যের দক্ষিণ দিকে অবস্থিত। এখানকার প্রাকৃতিক পরিবেশ অতুলনীয়। লাল বেলেপাথরের মোড়া জায়গার আশেপাশে আবার ঘন সবুজের ছিটে। এখানকার সমুদ্র সৈকতের সৌন্দর্য বিখ্যাত। কথিত আছে, সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা নাকি এই স্থানের সৌন্দর্য দেখে মোহিত হয়ে তাঁর সৃষ্টিকাজ থামিয়ে দিয়েছিলেন। পরে ভগবান বিষ্ণু এসে তাঁর ধ্যান ভঙ্গ করেন।
কী কী দেখবেন
ভারকালায় প্রায় ২০০০ বছরের পুরোনো জনার্দন স্বামীর মন্দির একটি বিখ্যাত দর্শনীয় স্থান। এছাড়া শিবগিড়ি মুক্ত আশ্রম রয়েছে। এখানকার পাপনাশম বিচের জলে নাকি এত বেশি পরিমানে ভেষজ গুণ আছে, যে সেখানে স্নান করলে শরীর ভালো থাকে। প্রকৃতিপ্রেমীদের জন্য কালো বালির সমুদ্র সৈকত বিশেষ ভালোলাগার কারণ হতে পারে। এছাড়া এখানে প্যারাসাইক্লিং, প্যারাগ্লাইডিং, রাফটিং ইত্যাদির ব্যবস্থা আছে।
কীভাবে যাবেন
রেলপথে কেরলের তিরুবনন্তপুরমে পৌঁছে সেখান থেকে ভারকালা আসা যায়। তিরুবনন্তপুরম থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৫১ কিলোমিটার। ভারকালা রেল স্টেশনও আছে। কোল্লাম থেকেও এখানে আসা যায়। আবার ত্রিবান্দ্রম বিমানবন্দর থেকে সড়কপথে গাড়ি নিয়ে এখানে আসা যায়।
কোথায় থাকবেন
ভারকালায় ছোট, বড়ো মাঝারি নানাধরনের হোটেল লজের ব্যবস্থা আছে।
আরও পড়ুনঃ ময়ূরদের গ্রাম মোরাচি চিনচোলি