শীতে ঘুরে আসুন তাওয়াং

 তাওয়াং অরুণাচল প্রদেশের প্রশাসনিক সদর শহর

travel, traveling, travel story, tourism, tourist place, arunachal pradesh, india

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হেমন্তের পরশ মেখে পরিবেশ এখন শীত আসার অপেক্ষা করছে। এই সময় ঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে বেড়িয়ে পড়তে ইচ্ছে করে। শীতের ছুটিতে কয়েকদিনের জন্য পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে যদি আপনি বেড়িয়ে আসতে চান, তাহলে আপনার পছন্দের জায়গার তালিকায় রাখতে পারেন তাওয়াং। অরুণাচল প্রদেশের প্রশাসনিক সদর শহর হল তাওয়াং। এখানে এসে তিব্বতে পৌঁছে গেছেন বলে ভুল হতে পারে।

কী কী দেখবেন
তাওয়াং -এর মনোরম সৌন্দর্য যেন স্বর্গরাজ্য। নীল জলের হ্রদের সৌন্দর্য অতুলনীয়। এখানে তাওয়াং মনাস্ট্রি, যশবন্ত গড়, জং জলপ্রপাত, সঙ্গেতসর হ্রদ, তাওয়াং ওয়ার মেমোরিয়াল ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম। এই শহর থেকে চীন সীমানা দেখা যায়। এছাড়া গুড়পি এবং চং-চুগমি পর্বতমালা, তাওয়াং চু নদী এবং তাওয়াং উপত্যকা, শ্যো গ্রামের মোনপা উপজাতি ইত্যাদি সবকিছু মিলে তাওয়াং শহর। এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এখানে রাফটিং ও ট্রেকিং করা যায়।

কীভাবে যাবেন
কলকাতার হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে আসামের গুয়াহাটি বা তেজপুর থেকে গাড়ি করে তাওয়াং পোঁছানো যায়। এছাড়া বিমানপথও আছে। অরুণাচলপ্রদেশ দিয়েও আসা যায়।

কোথায় থাকবেন
বাজেট অনুসারে আরামে থাকা এবং খাওয়ার মতো বিভিন্ন হোটেল লজের অভাব নেই এখানে।





0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন