কোজাগরী লক্ষ্মীপুজোয় এইসব রাখতে ভুলে যাবেন না

 সমস্ত নিয়ম মেনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করলে দেবী সন্তুষ্ট হন

lakhsmi, lord lakhsmi, lakhsmi puja, hindu, hindu goddess

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজোর শেষে কোজাগরী মা লক্ষ্মীকে বাড়িতে এনে নিষ্ঠা ভরে পুজো করতে হয়। আশ্বিন মাসের শেষের দিকের পূর্ণিমা তিথিতে কোজাগরী পুজো করা হয়। মনে করা হয়, মা লক্ষ্মীর কৃপায় ঘরে ও পরিবারে সুখ, শান্তি বিরাজ করবে। মা লক্ষ্মী তুষ্ট হলে পরিবারে অর্থনৈতিক উন্নতি হবে। তাই সমস্ত নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে মায়ের আবাহন করতে হয়।
এই কোজাগরী লক্ষ্মীপুজোর সময়ে বিশেষ কিছু উপাদান রাখতেই হয়। এইগুলি না থাকলে পুজো সঠিক ভাবে সম্পন্ন হতে পারে না। এই বিশেষ কিছু উপাদান গুলি হল-

১। মোট চোদ্দটি পাত্রে পুজোর বিভিন্ন উপাচার সাজিয়ে রাখতে হবে।

২।  স্বর্ণ মুদ্রা, ধান, পান, কড়ি, হলুদ ও হরিতকী ইত্যাদি অবশ্যই রাখতে হবে।

৩। সূর্যদেবের উদ্দেশ্যে পুজোর সময়ে তামার পাত্রে জল রাখতে হবে।

৪। বাড়ির বিভিন্ন জায়গায় আলপনা দিতে হবে।

৫। পুজোর ঘটে ডাব, আমপাতা ইত্যাদি রাখতে হবে।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন