সাবধান! আসছে কালীপুজো, ভুতচতুর্দশী! ভুলেও করবেন না এই কাজগুলি

 সংসারে অমঙ্গল ঘনিয়ে আসতে দেবেন না

astrology, astrological, puja, kali puja, hindu, goddess

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ মাত্র কয়েকদিনের অপেক্ষার পরেই বাংলা তথা দেশ মেতে উঠবে আলোর উৎসবে। কালীপুজো, দীপাবলীর আনন্দ সকলে ভাগ করে নেবে। নিষ্ঠাভরে মা কালীর আহ্বান করা হবে। আর কালীপুজোর দিন অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার আগের দিন চতুর্দশী তিথিতে ভুত চতুর্দশী পালন করা হয়। এই ভুত চতুর্দশী বা কালীপুজোর সময়ে সংসার ও পরিবারের মঙ্গলের জন্য কিছু কিছু জিনিস মাথায় রাখা জরুরি।

১। এই সময়ে কোনো শ্মশান বা কবরস্থানের আশেপাশে একদম যাওয়া উচিৎ নয়। মনে করা হয় এই সময় নেতিবাচক শক্তির প্রভাব অত্যন্ত বেশি থাকে, যা ক্ষতিকারক প্রভাবে অমঙ্গল নেমে আসতে পারে।

২। এই দিনগুলিতে ঝাঁটা বা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার না করাই ভালো। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন।

৩। এই সময়ে বিশেষ করে সন্ধের পরে কাউকে দুধ বা দুগ্ধজাত কোনো খাবার দেওয়া উচিৎ নয়।

৪। রান্নার শেষে রান্নাঘর অপরিষ্কার করে রাখা একেবারেই ঠিক নয় এই সময়ে।

৫। ভুত চতুর্দশী ও কালীপুজোর রাতে মেয়েদের চুল খুলে শোয়া ঠিক নয়।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন