কালীপুজোয় ভুলেও করবেন না এইসব কাজ

 আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে হয় শ্যামাপুজো


নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালি দুর্গাপুজো শেষে দেশজুড়ে সবচেয়ে বড়ো উৎসব হল কালীপুজো বা দীপাবলী। আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে বাঙালিদের শ্যামাপুজো এবং অন্যান্যদের দীপাবলী অনুষ্ঠিত হয়। তবে কালীপুজোয় বিশেষ কিছু কিছু কাজ করলে তা অত্যন্ত অশুভ পরিস্থিতি তৈরি করে। এইসময় কোন কোন কাজ করবেন না? জেনে নিন।

১। মায়ের পুজোর ঘরের আশেপাশে কখনই জুতো রাখা উচিৎ নয়।

২। যে মূর্তিতে পুজো করা হচ্ছে সেটির কোনো অংশ যেন ভাঙা না থাকে।

৩। ঠাকুর ঘরে চামড়ার কোনো জিনিস রাখবেন না।

৪। পুজো হওয়ার সময় পরিষ্কার নতুন কাপড় পরতে হবে।

৫। ঠাকুর ঘরের আশেপাশে পূর্বপুরুষের ছবি রাখা উচিৎ না।

৬। ঠাকুরের ভোগ রান্নার সময় কথা বলতে নেই।

৭। কালীপুজোর দিনে বাড়ির বাইরে থাকতে নেই বিশেষ করে মেয়েদের চুল খোলা রাখতে নেই।

৮। মায়ের অঞ্জলি চলাকালীন ভুল বা খারাপ চিন্তা করতে নেই।

৯। কোনো দুধের জিনিস আদানপ্রদান করতে নেই।

১০। পুজোর সন্ধ্যেয় ঝাঁট দেওয়া ঠিক নয়।

১১। টাটকা ভালো ফুলে মায়ের পুজো করতে হয়।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন