অমাবস্যায় এইসব জিনিস ভুলেও কিনবেন না

 নিয়ম না মেনে অমাবস্যার দিন কিছু জিনিস কিনলে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে

astrology, astrological, amabassa, new moon rules

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হিন্দুমতে তিথি, পক্ষ ইত্যাদির হিসেব মেনে চলেন অনেকে। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী ইত্যাদি দিনগুলি বিভিন্ন কারণে জরুরি। বিশেষজ্ঞরা মনে করেন যে অমাবস্যা তিথিতে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিৎ। কিছু এমন জিনিস আছে যেগুলি এইদিন কিনলে অশুভ শক্তির সঞ্চার হয়। মনে করা হয় অমাবস্যা দিনটি পূর্বপুরুষদের উৎস্বর্গ করার দিন।


১। অমাবস্যার দিনে ঝাড়ু বা ঝাঁটা কেনা কখনোই উচিৎ নয়। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। পরিবারে অর্থনৈতিক এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেমে আসে।

২। অমাবস্যায় আমিষ খাবার কেনা এবং খাওয়া কোনোটাই উচিৎ নয়। অমাবস্যায় মদ্যপান করলেও নেতিবাচক ও অশুভ প্রভাব পড়ে।

৩। পুজোর জন্য লাগে এরকম জিনিস অমাবস্যার দিনে কেনা উচিৎ নয়।

৪। এইদিন তেল কেনা উচিৎ নয় বরং তেল দান করলে শুভ হয়।

৫। গমের তৈরি জিনিস কেনা বা খাওয়া অমাবস্যার দিনে একেবারেই উচিৎ নয়। 




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন