১২ কোটি থেকে ১০ হাজার! ফেসবুকের হল টা কী?

 ফেসবুকে হু হু করলে নামল তারকাদের ফলোয়ার্স সংখ্যা 

offbeat, facebook, meta, followers, glitches

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সকাল অবধি তাঁর ফেসবুকের ফলোয়ার্স ছিল ১১ কোটি ৯০ লক্ষের কাছাকাছি অর্থাৎ প্রায় ১২ কোটি। হঠাৎই কিছুক্ষণের মধ্যে সেই ফেসবুক ফলোয়ার্সের সংখ্যা হয়ে যায় ১০ হাজারের থেকেও কম। ভাবছেন কার? এই অবাক হওয়ার মতো ঘটনা তখন ঘটছে স্বয়ং ফেসবুকের জনক মার্ক জুকেরবার্গের নিজস্ব ফেসবুক প্রোফাইলে। একই সমস্যার মুখে পড়েন অনেক বেশি ফলোয়ার্স থাকা প্রচুর ফেসবুক ব্যবহারকারী।
বিশেষ করে এই সমস্যার সম্মুখীন হতে হয় সেলিব্রিটিদের। হঠাৎই ১২ই অক্টোবর, বুধবার হু হু করে কমে যেতে থাকে ফেসবুক ব্যবহারকারীদের ফলোয়ার্সের সংখ্যা। এমনকী একই সমস্যা দেখা দেয় স্বয়ং ফেসবুক কর্তার প্রোফাইলে। কিন্তু কেন হঠাৎই এমন সমস্যা দেখা দিল সে সম্পর্কে যান্ত্রিক গোলযোগের কথা বললেও বিস্তারিতভাবে তেমন কিছু জানাইনি মেটা কর্তৃপক্ষ।
যদিও সমস্যা শুরু হতেই সে কথা মেনে মেনে নিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। এবং দ্রুততার সঙ্গে সমাধান করারও চেষ্টা করা হয়। এরপর সন্ধ্যে নাগাদ সকলেই তাঁদের হারানো ফলোয়ার্স আবার ফিরে পান। তবে কেউ কেউ এই ঘটনাকে ফেসবুকের নিছক খবরে থাকার নতুন পন্থা বলেও কটাক্ষ করেছেন।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন