আইফোনে ৫জি! কবে থেকে জানুন

 সম্প্রতি দেশ জুড়ে চালু হয়েছে জিও ৫জি

technology, technological, jio 5G, apple, iphone, software update

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি দেশ জুড়ে চালু হয়েছে ৫জি পরিষেবা। মাত্র কয়েকদিন আগে রিলায়েন্স জিও-র তরফে দেশজুড়ে চালু করা হয় জিও ৫জি। তবে প্রাথমিক অবস্থায় মাত্র কয়েকটি শহরে চালু করা হয়েছে এই পরিষেবার। দিল্লী, মুম্বাই, কলকাতা এবং বারানসী শহরে বর্তমানে জিও-র ট্রায়াল চলছে। বিশেষ কিছু ৫জি ক্ষমতা সম্পন্ন মোবাইলগুলিতে এই পরিষেবার সুবিধা পাওয়া যাবে।
5জি ভারতের বাজারে আসার আগে থেকেই বিভিন্ন মোবাইল কোম্পানিগুলি তাদের বিশেষ কিছু ফোনের মডেলে 5জি সিস্টেম চালু করেছিল। সেই সব মোবাইল থাকলে তবেই যে কেউ ৫জি ব্যবহার করতে পারবে। ইতিমধ্যে সেই তালিকায় নাম লিখিয়েছে স্যামসাং, রেডমি, রিয়েলমি ইত্যাদি মোবাইল সংস্থাগুলি।
এবার সেই পথেই পা বাড়ালো অ্যাপেল। এই বছরের শেষের দিকে ডিসেম্বর মাস নাগাদ ভারতে আইফোনে ৫জি সফটওয়্যার আপডেট দেওয়ার কথা ঘোষণা করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। আধুনিক বেশ কিছু মডেল যেমন আইফোন ১৪, আইফোন ১৩, আইফোন এসই -র মতো ফোনে এই ৫জি সফটওয়্যার আপডেটের সুবিধা পাওয়া যাবে। বর্তমানে সামান্য কিছু টেস্টিং পদ্ধতি চলছে। সেসব মিটলেই পুরোমাত্রায় পরিষেবা চালু হবে।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন