ময়ূরদের গ্রাম মোরাচি চিনচোলি

 মহারাষ্ট্রের এই গ্রামে ময়ূরদের বাসস্থান

travel, traveling, tourist, tourism, maharashtra tourism, peacock, peacock sanctuary

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ অজানার উদ্দেশ্যে হারিয়ে যাওয়া যদি আপনার নেশা হয় আর যদি আপনি প্রকৃতি ও পশুপাখিকে ভালোবেসে থাকেন তাহলে এই পৃথিবীতে আপনার ভালো লাগার মতো জায়গার অভাব কোনোদিনও হওয়ার নয়। কয়েকদিনের ছুটিতে মানুষের ভীড় সরিয়ে নিরিবিলিতে, শুধু পাখি ও প্রকৃতির মধ্যে থাকতে চাইলে আপনি পৌঁছে যেতে পারেন মহারাষ্ট্রের বিখ্যাত একটি গ্রাম মোরাচি চিনচোলিতে। সেখানে আছে ময়ূর স্যাংচুয়ারি।

কী কী দেখবেন
বলা হয় এই এলাকায় যখন পেশোয়াদের রাজত্ব ছিল সেই সময় এই গ্রামে প্রচুর তেঁতুল গাছ লাগানো হত। সেই তেঁতুলের লোভে ও আকর্ষণে এই এলাকায় ময়ূরের পরিমান বাড়তে থাকে। পরবর্তীকালে এই সব প্রচুর ময়ূরদের নিয়ে ময়ূর স্যাংচুয়ারি তৈরি করা হয়। গরুর গাড়ি করে গ্রামে ঘোরার ব্যবস্থা আছে এখানে। এছাড়া বাড়তি হিসাবে আপনি গ্রামের নির্ভেজাল সবজির স্বাদও পাবেন।

কীভাবে যাবেন
কলকাতা থেকে যাওয়ার জন্য হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে মহারাষ্ট্রের পুনে গামী যেকোনো ট্রেন ধরে এসে পুনেতে নামতে হবে। মোরাচি চিনচোলি গ্রাম পুনে শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার।

কোথায় থাকবেন
আপনার বাজেটের মধ্যে এই এলাকায় থাকার সুবন্দোবস্ত আছে। এছাড়া পুনে শহরেও থাকা যায়।




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন