সব পরিচয়চত্র মিলে একটাই মাল্টিপার্পাস কার্ড
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড ভারতীয় পরিচয়পত্র হিসাবে তিনটে কার্ড সামলে রাখার দিন শেষ হতে চলেছে। কিছুদিনের মধ্যে ভারতবাসীর নতুন পরিচয়পত্র হিসাবে আসতে চলেছে মাল্টিপার্পাস কার্ড। মূলত তিনটি পরিচয়পত্র যেমন আধার, ভোটার ও প্যান-কে মিলিয়ে এই কার্ড তৈরি হবে। ২০১৯ সাল থেকে এই বিষয়ে উদ্যোগ নিতে শুরু করে কেন্দ্রীয় সরকার।
করোনা অতিমারীর পরবর্তী সময়ে সেন্সাসের কাজ থেমে যাওয়ার ফলে মাল্টিপার্পাস কার্ড নিয়ে পরিকল্পনার বিষয়টিও সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তবে সম্প্রতি এই বিষয়টি চর্চার বিষয় হয়ে উঠেছে। শুধু তিনটি পরিচয়পত্র ছাড়াও নাগরিকদের জন্ম মৃত্যু সম্পর্কিত তথ্য অর্থাৎ বার্থ ও ডেথ সার্টিফিকেট যুক্ত করার সুবিধাও থাকবে এই নতুন কার্ডে। এরফলে সাধারণ নাগরিকদের সুবিধা ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করা যাবে বলে মনে করছে মোদি সরকার।
২০২৪-এর লোকসভা ভোটের আগে এই নতুন প্রকল্প বাস্তবায়ন করতে যথেষ্ট তৎপর হয়েছে দেশের সরকার। করোনা বাধায় এমনিতে অনেকটা দেরীও হয়ে গিয়েছে। এছাড়া এই পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের জন্য আরও কিছু বাড়তি সুবিধার ব্যবস্থাও থাকবে বলে জানা যাচ্ছে। সমস্ত বিষয়টি একটি অ্যাপের মাধ্যমে ব্যবহার করতে পারবেন দেশের নাগরিক।