পুরোনো শাড়ির নতুন কাজ!

 পুরোনো হয়ে যাওয়া শাড়ি নষ্ট না করে কাজে লাগান

old sarees, old fashion, new look, new work, tips, easy tips, tips and tricks, fashion tips

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ মায়ের শাড়ি দিয়েই মূলত মেয়েরা শাড়ি পরা শুরু করে। আবার অনেক সময় পুরোনো হয়ে যাওয়া শাড়ি অব্যবহৃত অবস্থায় এমনিই ঘরের বা আলমারির এক কোণে পড়ে থাকে। তবে পুরোনো শাড়ি এমনি ফেলে রাখার দিন শেষ। সেইগুলি দিয়েই পছন্দের অনেক জিনিস বানিয়ে নেওয়া যায়। পুরোনো শাড়ি কীভাবে নতুন করে ব্যবহার করবেন, জেনে নিন।

১. স্টাইল কিংবা ফ্যাশন সম্পর্কে সচেতন হলে পুরুনো শাড়ি দিয়ে নতুন ধরনের স্কার্ট বানিয়ে নেওয়া যায়।

২. পুরোনো কিন্তু সুন্দর শাড়ি থেকে কুর্তি বা চুড়িদার বানানো যেতে পারে।

৩. আনারকলি বা সুন্দর লং ফ্রক বানিয়ে নেওয়া যেতে পারে।

৪. অনেকক্ষেত্রে শাড়ি পুরোনো হলেও স্টাইলিস্ট সুন্দর ব্লাউজ দিয়ে শাড়ি পরলে বেশ অন্যরকম দেখায়

৫. এছাড়া পুরোনো হালকা বা নরম শাড়িকে ঘরের কাজে লাগানোর জন্য পর্দা, টেবিল ক্লথ, ইত্যাদি তৈরি করে নেওয়া যায়। 





0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন