পুজোর ছুটিতে বেড়িয়ে আসুন কিন্নর-কল্পা

 উত্তর ভারতের অফবিট জায়গা কিন্নর-কল্পা

travel, travel life, traveling, offbeat, offbeat place

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ২০২২ এর দুর্গাপুজো শেষ হয়ে গেলেও ছুটি এখনও হাতে আছে কয়েকদিন। কিংবা সামনে কালীপুজো-দীপাবলীর ছুটিতে কলকাতার ভিড় থেকে কয়েকদিনের জন্য নিষ্কৃতি পেতে চান? ঘুরে আসুন উত্তর ভারতের একটি সুন্দর ও শান্ত জায়গায়। হয়তো আপনার ট্যুর পরিকল্পনা করা হয়ে গেছে তবুও শেষ মুহুর্তে জায়গা বদল করতে চাইলে জেনে নিতে পারেন এই নতুন সাজেশন।বেড়িয়ে আসুন কিন্নর-কল্পা।

কী কী দেখবেন
সিমলা ঘোরার পথে কিংবা আলাদা ভাবে কিন্নর-কল্পা থেকে ঘুরে আসা যায়। সিমলা থেকে সারহান হয়ে যদি যাওয়া হয় তাহলে স্থানীয় একটি ভীমকালী মন্দির দর্শন করার সুযোগ থাকবে। এই মন্দিরটি স্থানীয় মানুষের কাছে কালী কা টিব্বা নামে পরিচিত। সাংলা, ছিটকূল, রেকংপিও, কল্পা ইত্যাদি জায়গাও একসাথে দেখা যেতে পারে।

কীভাবে যাবেন
কলকাতা থেকে দিল্লী বা পাঞ্জাব অবধি ট্রেনে বা প্লেনে গিয়ে সেখান থেকে সিমলা গিয়ে কল্পা এবং অন্যান্য জায়গাগুলিতে যাওয়ার জন্য সড়কপথে গাড়ির ব্যবস্থা আছে।

কোথায় থাকবেন
কিন্নর-কল্পাতে বা আশেপাশের যে সব জায়গাগুলির নাম উল্লেখ করা হল সেই সব জায়গাগুলিতে বিভিন্ন ছোট বড়ো হোটেল, লজে বাজেট অনুযায়ী সুন্দর থাকার ব্যবস্থা আছে।





0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন