জন্ম থেকেই আধার কার্ড! দেশজুড়ে নতুন নিয়ম

 এখন থেকে শিশুর জন্ম শংসাপত্রের সঙ্গেই মিলবে আধার কার্ড

new, new rule, adhaar card, india, indian, birth certificate

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাচ্চা একটু বড়ো হওয়ার পরে আধার কার্ড বানানোর দিন শেষ। দেশজুড়ে শুরু হতে চলেছে আধার কার্ড সম্পর্কিত নতুন নিয়ম। এখন থেকে কোনো শিশু জন্মগ্রহণ করার পরেই যখন তার জন্মের শংসাপত্র তৈরি করা হয়ে থাকে, সেই সময়েই বাচ্চার আধার কার্ডও তৈরি করতে হবে একই সঙ্গে। নতুন এই পরিষেবা ভারতবর্ষের সমস্ত রাজ্যের জন্য শুরু করা হলেও বর্তমানে ১৬টি রাজ্যে এই পরিষেবা চলছে।
মাত্র কয়েকমাসের মধ্যেই অন্যান্য সমস্ত রাজ্যে একই নিয়ম চালু হয়ে যাবে। তবে এক্ষেত্রে আধার কার্ডের স্বাভাবিক নিয়মের কিছু পরিবর্তন করা হবে। যেমন, সদ্যোজাত থেকে পাঁচ বছর বয়স অবধি শিশুদের আধার কার্ডে বায়োমেট্রিক ব্যবস্থা থাকবে না। কেবল শিশুর নাম, ঠিকানা, বাবা মায়ের নাম, এবং শিশুর ছবি দিয়ে আধার কার্ড তৈরি হবে।
তবে পাঁচ বছর হয়ে গেলে বায়োমেট্রিক ব্যবস্থায় দশ আঙুলের ছাপ নিয়ে আধার কার্ড তৈরি হবে। শিশুর জন্মের সার্টিফিকেটের সঙ্গেই এই আধার কার্ড পাওয়ার ব্যবস্থা থাকবে। প্রসঙ্গত, প্রায় এক বছর আগে থেকেই এই নতুন পরিষেবার বিষয়ে কাজ চলেছিল। 




0/Post a Comment/Comments

নবীনতর পূর্বতন